Our Engineering Courses
উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। এ শিক্ষার ব্যাপক প্রসারের মধ্যে নিহিত রয়েছে গণমানুষের অর্থনৈতিক মুক্তির মূলমন্ত্র। আজ সময়ের প্রয়োজনেই এ শিক্ষাকে নিয়ে যেতে হবে তৃণমূল পর্যায়ে, সকল মেহনতি মানুষের দোরগোড়ায়। বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় শিক্ষানীতি ২০১০ এ কারিগরি শিক্ষাকে যথাযথ গুরুত্ব প্রদান করা হয়েছে। অনুমোদিত হয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১। কারিগরি শিক্ষাপ্রচার, প্রসার ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্নমুখী প্রতিষ্ঠান, গ্রহণ করা হয়েছে উন্নয়ন প্রকল্প। শিক্ষা ব্যবস্থায় ঝরে পড়ার হার হ্রাস, পাশের হার বৃদ্ধি ও দেশ-বিদেশে মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে যথাযথ ব্যবস্থা।
সাইক গ্রুপ এ শিক্ষাকে সম্প্রসারিত করা সহ শিক্ষার্থীদের কার্যক্ষেত্র শিল্প কারখানার সাথে সংযোগ স্থাপনের জন্য প্লেসমেন্ট সেল স্থাপনের মাধ্যমে প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সাইক গ্রুপ পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহঃ