Advanced Teachers Training

Our Advanced Teachers Training Courses


মানুষের সহজাত প্রবৃত্তিসমূহকে পরিমার্জিত সহ ও সুসংহত হবে কর্মদক্ষতা মান উন্নয়ন এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য সুশিক্ষা অতি প্রয়োজন। সুশিক্ষা মানুষের দেহ-মন পরিশীলনের সাথে সাথে ব্যক্তিকে সত্য ও সুন্দরের প্রতি অনুরাগী করে তোলো।

শিক্ষা ব্যবস্থার অনিবার্য অনুষঙ্গ হচ্ছে শিক্ষক। ব্যক্তির জ্ঞানশক্তি ও শুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং শিক্ষা ও কল্যানের দ্যুতি ছড়াতে শিক্ষকই হচ্ছেন একমাত্র দায়িত্বশীল ব্যক্তি। শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকের অবদান অবিস্মরণীয়। শিক্ষকের সুচিন্তা, গবেষনা এবং যুগ জিজ্ঞাসার সমস্যা সমাধানে তাঁর গঠন মূলক সিদ্ধান্ত, তাঁর আকর্ষনীয় ব্যাক্তিত্ব ও চরিত্র হবে অনুকরনীয়। আর এজন্যই শিক্ষকের সর্বদা এবং সর্বাজ্ঞে প্রয়োজন যুগোপযোগী জাতীয় ও আন্তর্জাতিক মান সম্পন্ন প্রশিক্ষণ।

প্রশিক্ষণ ব্যক্তির অর্জিত জ্ঞান ও মেধাকে আরো তীক্ষ ও শাসিত করে। অনেক জানা অথচ অস্পষ্ট বিষয়কে প্রশিক্ষণের মাধমে সুস্পষ্ট করা যায়। সুন্দর জীবনের জন্য যেমন সুশিক্ষা প্রয়োজন, তেমনি সুনির্দিষ্ট কোনো কর্মসম্পাদনের জন্য প্রয়োজন মানসম্পন্ন প্রশিক্ষণ। আর এই মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানে অগ্রনী ভূমিকা পালন করছেন সাইক টিচার্স ট্রেনিং কলেজ। কারন, সাইক টিচার্স ট্রেনিং কলেজে আছেন, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী, আছেন সাইকের পারমানেন্ট অধ্যাপক মন্ডলী, যাঁরা ওয়ার্ল্ড ব্যাংক এর আর্থিক সহায়তায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

সাইক একটি মাল্টি ডিসিপ্লিনারী এবং গ্রুপ অব এডুকেশন; এর অঙ্গঁ প্রতিষ্ঠান হচ্ছে সাইক টিচার্স ট্রেনিং কলেজ।

কোর্সসমূহঃ