B. Ed

বি.এড (প্রফেশনাল) ডিগ্রি কি ?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ০১ (এক) বছর ২ (দুই) সেমিস্টার মেয়াদী একটি প্রফেশনাল ডিগ্রি হচ্ছে বি.এড বা ব্যাচেলর অব এডুকেশন।

বি.এড (প্রফেশনাল) ডিগ্রি কেন?
বি.এড বা ব্যাচেলর অব এডুকেশন মানুষকে কর্তব্যজ্ঞান শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শিষ্টাচার, সহমর্মিতা, সহনশীলতা, মৈত্রী, নৈতিক মূল্যবোধ, নেতৃত্ব দানের ক্ষমতা, সাংগঠনিক গুনাবলী, সৃজনশীলতা ইত্যাদি গুণের অধিকারী করে গড়ে তোলে।

বি.এড (প্রফেশনাল) ভর্তির যোগ্যতাঃ
১। গ্রাজুয়েটঃ তিন/চার বছরের অনার্স অথবা দুই/তিন বছরের ডিগ্রী পাশ।
২। মাদরাসাঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল পাশ।
৩। বিভাগ/শ্রেণিঃ যে কোন একটি তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহনযোগ্য।

বি.এড (প্রফেশনাল) কত মার্কস?
বি.এড (প্রফেশনাল) ১২০০ মার্কস
১ম সেমিস্টারঃ  ৬৫০ মার্কস
২য় সেমিস্টারঃ  ৫৫০ মার্কস
সর্বমোটঃ ১২০০ মার্কস
তন্মধ্যে কলেজ রেকর্ডঃ ৪০% মার্কস (আন্তঃ পরীক্ষা)
জাতীয় বিশ্ববিদ্যালয় রেকর্ডঃ ৬০% মার্কস (বহিঃ পরীক্ষা)

শিক্ষকদের বেতন স্কেলঃ
১। বি.এড ডিগ্রী প্রাপ্তদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় ১০ম গ্রেডে ১৬,০০০ টাকা স্কেল।
২। বি.এড প্রশিক্ষণ বিহীন ১২,৫০০ টাকা স্কেল

শিক্ষাক্রম কাঠামো

প্রথম সেমিস্টার (জানুয়ারি হতে জুন)

বিষয় কোড

বিষয়ের শিরোনাম (Title of Subjects)

৮১২২০১

মাধ্যমিক শিক্ষা- (Secondary Education)

৮১২২০৩

শিক্ষন-শেখানো দক্ষতা ও কৌশল (Teaching-Learning Skills and Techniques)

৮১২২০৫

শিখন ও শিক্ষনযাচাই (Learning and Assessment)

৮১২২০৭

শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(Information & Communication Technology in Education)

৮১২২১৬

পাঠদান অনুশীলন-১ (Teaching Practice-1) (অভ্যান্তরীণ)

 

শিক্ষণ বিষয়াবলি (Teaching Studies) বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক যে কোন একটি শাখা থেকে দুটি শিক্ষণ বিষয় নির্বাচন করতে হবে।

দ্বিতীয় সেমিস্টার (জুলাই হতে ডিসেম্বর)

বিষয় কোড

বিষয়ের শিরোনাম (Title of Subjects)

৮২২৬৬১

একীভূত শিক্ষা (Inclusive Education)

৮২২৬৬৩

শিক্ষায় গবেষণা (Research in Education)

৮২২৬৬৬

পাঠদান অনুশীলন-২ (Teaching Practice-2) (বহিঃ)