Our Nursing Courses
একটি দেশের অগ্রগতির সবচেয়ে বড় ধারক ও বাহক হচ্ছে সুস্থ্য জীবন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পন্ন দক্ষ মানুষ। আর সেই মানুষকে সুস্থ্য সবল রাখার জন্য দরকার ডাক্তার ও দক্ষ নার্স।
স্বাস্থ্য সহায়ক দক্ষ নার্স গড়ে তুলার মুল দায়িত্ব হলো দেশের বিভিন্ন হেল্থ প্রতিষ্ঠান গুলোর। বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তারদের তুলনায় দক্ষ নার্সের সংখ্যা সীমিত। তাই স্বাস্থ্য সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি ভাবে নার্সিং কলেজ স্থাপনের যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে।
তারই আলোকে সাইক গ্রুপ দেশের ৬ টি জেলা শহরে নার্সিং কলেজ স্থাপন করেছে। সাইক গ্রুপ শিক্ষার গুনগত মান বজায় রেখে এবং ছাত্র ছাত্রীদের সকল সুযোগ সুবিধা পরিপূর্ণ করে উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধীনে Diploma in Midwifery, Diploma in Nursing science and Midwifery, B.Sc in Nursing (Basic, Post Basic), M.sc in Nursing কোর্স চালু করে।
এক কথায় বলা যায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য দক্ষ নার্সের দরকার, তাই সাইক গ্রুপ সরকারের বাস্তব সম্মত সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজটি করে যাচ্ছে।
Our Nursing Courses are…