Medical

Our Medical Courses


একটি দেশের অগ্রগতির সবচেয়ে বড় ধারক ও বাহক হচ্ছে সুস্থ্য জীবন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পন্ন দক্ষ মানুষ। আর সেই মানুষকে সুস্থ্য সবল রাখার জন্য দরকার ডাক্তার এবং সহায়ক জনবল।

স্বাস্থ্য সহায়ক দক্ষ টেকনোলজিস্ট তৈরি করার মুল দায়িত্ব হলো হেল্থ ইনস্টিটিউটগুলোর। আমাদের দেশের ডাক্তারদের তুলনায় স্বাস্থ্য সহায়ক জনবল অপ্রতুল। তাই স্বাস্থ্য সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি ভাবে হেল্থ ইনস্টিটিউট স্থাপনের যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে।

তারই আলোকে সাইক গ্রুপ দেশের ৬ টি জেলা শহরে মেডিকেল ইনস্টিটিউট স্থাপন করেছে। সাইক গ্রুপ শিক্ষার গুনগত মান বজায় রেখে Diploma in Medical Technology ছাত্র ছাত্রীদের সকল সুযোগ সুবিধা পরিপূর্ণ করে উচ্চতর শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc in Health Technology Course (Dental, Lab Medicine এবং B.Sc in Physiotherapy) কোর্স এবং রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধীনে B.Sc in Nursing (Basic, Post Basic) কোর্স চালু করে।

এক কথায় বলা যায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে দক্ষ টেকনোলজিষ্ট দরকার সাইক গ্রুপ সরকারের বাস্তব সম্মত সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজটি করে যাচ্ছে।

Our Diploma in Medical Technology 4 Years Courses are…

  • Diploma in Medical Technology (Laboratory)
  • Diploma in Medical Technology (Dental)
  • Diploma in Medical Technology (Radiology & Imaging)
  • Diploma in Medical Technology (Physiotherapy)
  • Diploma in Pharmacy

MATS Courses are…

  • Medical Assistant/ MATS (4 Years)

Our B.Sc in Medical Technology Courses are…

  • B.SC in Laboratory (4 Years)
  • B.Sc in Physiotherapy (5 Years)