চীন সরকারের ফুল স্কলারশীপে চীনের Jiangsu Agri-animal Husbandry Vocational College এ পড়ার সুযোগ পেয়েছেন সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির মেধাবী ২৩জন শিক্ষার্থী। গত ৬ জুলাই রাজধানীর টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রদের সাক্ষাতকার(Interview) অনুষ্ঠিত হয়।
প্রাইভেট পলিটেকনিকের মধ্যে সাইক পলিটেকনিক (সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) থেকে সর্বোচ্চ শিক্ষার্থী এই স্কলারশীপ পেয়ে ১ম স্থান এবং সরকারি ও প্রাইভেট পলিটেকনিকের মধ্যে সাইক পলিটেকনিকের অবস্থান ২য়।
চীনা স্কলারশীপপ্রাপ্ত সাইকের শিক্ষার্থীরা হলেন-
মোসান্না সাইফ ইমন (সিভিল ২য় পর্ব),
দিপক কুমার হাওলাদার (সিভিল ২য় পর্ব),
মোঃ মোয়াজ্জেম হোসেন (কম্পিউটার ৬ষ্ঠ পর্ব),
মোসা. উমাইয়া জেসমিন (কম্পিউটর ৪র্থ পর্ব),
আইমান আশেক (কম্পিউটর ৪র্থ পর্ব),
মো. তারিকুল ইসলাম (কম্পিউটার ৬ষ্ঠ পর্ব),
মোঃ রেজাউল করিম (কম্পিউটার ৬ষ্ঠ পর্ব),
ফাইজ হোসেন (কম্পিউটার ৬ষ্ঠ পর্ব),
মো. সাজ্জাদ হোসেন (ইলেকট্রিক্যাল ৬ষ্ঠ পর্ব),
মো. আরিফুল ইসলাম (ইলেকট্রিক্যাল ৬ষ্ঠ পর্ব),
মেহেদী হাসান (সিভিল ৭ম পর্ব),
সাব্বির হোসেন (সিভিল ৭ম পর্ব),
ফেরদৌস খান (টেক্সটাইল ২য় পর্ব),
রাকিবুল ইসলাম (টেক্সটাইল ২য় পর্ব),
মিজানুর রহমান (টেক্সটাইল ৪র্থ পর্ব),
ফুটন্ত সরকার (টেক্সটাইল ৪র্থ পর্ব),
মো. তারিকুল ইসলাম (টেক্সটাইল ৪র্থ পর্ব),
দিলিপ তালুকদার (টেক্সটাইল ৪র্থ পর্ব),
মোঃ তানজিরুল ইসলাম (ইলেকটিক্যাল ২য় পর্ব),
মাহমুদা আক্তার (আর্কিটেকচার ৭ম পর্ব),
আল আমিন ( ইলেকট্রিক্যাল ৪র্থ পর্ব),
মুরাদ (সিভিল ৭ম পর্ব)
পারভেজ আহামেদ টিপু টেক্সটাইল ৬ষ্ঠ পর্ব)।
চীনের ১০টি ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ও ডিপ্লোমা কলেজে স্কলারশীপের জন্য বাংলাদেশের মোট ১২১০ জন শিক্ষার্থীকে প্রথমিকভাবে বাছাই করা হয়। এরপর গত ৬ জুলাই ২০১৭ তারিখে চীনের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৫২৬জন শিক্ষার্থীকে স্কলারশীপে চীনে পড়ালেখার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করে। যা গতকাল ফলাফল আকারে প্রকাশ করা হয়।
সাইক টিচার্স ট্রেনিং কলেজ
মিরপুর-৬, ঢাকা-১২১৬
College Code: 6550, E-mail: [email protected], Contact: 01712230932
০১। প্রবেশপত্র বিতরণঃ ২৮ এবং ২৯ জুলাই ২০১৭। বিকাল... read more
Job Context
Approved by the Bangladesh Technical Education Board (BTEB), the Saic Group-runs Saic Institute of Management and Technology (SIMT);... read more
কম সময়ে, কম প্রতিযোগিতায় নিবন্ধিত শিক্ষক হওয়ার সুযোগ। (ভর্তি চলছে)
Hotline: 01726653364
১ বছর মেয়াদী কোর্স সমূহঃ
(১) চারুকলা
(২) ICT
(৩) শারীরিক শিক্ষা
(৪)... read more